মানুষ দিয়ে মানুষ গড়া
শব্দে যেমন কবিছড়া
দেহ জানে জলের ধারা
বাতাস অচল তুমি ছাড়া
কোথায় তুমি
কেমন আছো
কে হাসো
কে ভাসো
কে নাচো খোশমেজাজে
দেহসুরে তুমি বাজে
চিনতে বলো তোমার সাজে
চেনার পরেও দাওনা ধরা
তুমি প্রিয় দূরের তারা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন