রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ফুলদানিতে পাতার সংসার

 পাতাওয়ালা গাছের নিচে বসতে বসতে হঠাৎ গৌতম হওয়ার ইচ্ছা জাগলে ফুলদের বাড়ি যাবো— ফুলদের সাথে কথা হবে কতিপয় ফল নিয়ে। গাছের ছায়ায় পাখিমন ঘুমাতে চায় আল্পনা ছোঁয়ায়— সত্য প্রমান করতে গঙ্গা নদীতে যমুনার চাষ করতে হয় না— ইলিশ যাবে জনগনেরর পেটে।


কথা বলতে বলতে রাত বাড়বে। তারপরও কথা শেষ হবে না। ফতোয়া খতিয়ান দেখানো বন্ধ করে চলো মানুষের বাড়ি যাই একসঙ্গে। মানুষের কোনো ঘর নেই এখন— পাতাকে পছন্দ করে পাতামানব হয়ে বাস করছে গাছের নিচে নিচে। আদিকালের কথা ভুলে বর্তমান হয়ে চলো বাচতে শিখি— খুব সহজভাবে মেঘের পালকের মতো সুর লয় তাল নিয়ে। 


যত কথা বলবে সহজ কথার মতো কোনো কথা নেই— যত চালাকি করবে সহজ চাওয়ার মতো কোনো চাওয়া নেই— সব কিছু নিভে যাবে— গুন্না করে নাক দিয়ে কথা বলে লাভ নেই প্রিয়— সূর্য উঠলে মোমবাতিতর্ক কারো কাজে আসবে না— ভোরের আলোতে রেখে যাওয়া পালক আর বালকের সুরে যেনো কোকিল গান করে। 


কার কাছে সুর আছে? মানুষের কাছে? না পাখির কাছে? না বাতাসের কাছে? সুর আছে প্রেমে— সুর আছে কৃষ্ণ মোহাম্মদ আহাম্মদ গৌতমে— কালো জলে আরব ফুরাত গঙ্গা যমুনার জলভরা কার্নিশে। বৃষ্টির জলে ভেজা শরীর আলিফ লাম মীম। নিষাদ শিকারি প্রান নিলো কৃষ্ণ তোমার— জলের শরীরে জলের মৃত্যু। 


ভালোবেসে দেখো আরোপিত পাথর মানুষের নরম হৃদয়ে জন্মাবে কাল মহাকাল অবিরাম অনিন্দ্য অবিনশ্বর দেহচারুতরু। ভালোবাসার ঘর নেই উদাস বাউল— সব কিছু আছে— সব কিছু নেই— বটবৃক্ষকে মাথার ছাতা মেনে শাপলা ফুলের জলেল হাওয়ায় মনের ঘরের নিরন্তর চাওয়া কোনো সুখ— ভালোবাসো অনিবার্য মৃত্যুর মতো— মেঘবালা আড়াল করে নিশ্চিত দেখা দিবে সূর্যমুখ— ভোর আসবে সুর নাচবে প্রেম বাচবে যুগের পর যুগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন