রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আম্মার গল্পরা

 গল্পটি আম্মার কাছ থেকে শোনা। আম্মা শুনেছে তার আম্মার কাছ থেকে— এক মহিলার তিন বিয়ে হয়েছে। তার প্রতিটি বিয়ে ভেঙে যাওয়ার একটিই কারন— স্বামী যখনই রাগ করে মহিলাকে 'তুই' বলে সে আর স্বামী-সংসার করে না। চতুর্থ বিয়ের সময় মহিলার পরিবার থেকে স্বামীকে সর্তক করে দেয়া হয়েছে যাতে ভুলেও মহিলাকে 'তুই' না বলে। 


স্বামী জমিতে কামলা নিয়ে যায়। বউকে রান্না করার জন্যে বলে যায়। কিন্তু বউ রান্না করে নাই। নাস্তা করতে এসে স্বামী তো প্রচন্ড রেগে যায়। গ্রামীন স্বামী বউকে গালি দিতে হবে— তবে 'তুই' বলা যাবে না। এখন?  গ্রামীন স্বামী এবার বউকে গালি দিচ্ছে এইভাবে—

চুতমারানি তুমি 

খেতে গেছে মুনি 

ভাত নানছ না কেরে তুমি 

কামলা লইয়া হামু কি আমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন