ফুলকন্যা ফুলের রানী
ফুলের ❀ দেশে হাসে
চোখের দেশে মিষ্টি কথা
মায়ায় ডাকে পাশে
পাতার মতো সবুজ ঠোঁট হলুদ কালো চুল
নখে তার জলবায়ু কথা বলে গোল গোল
চুপ থাকে নদীর মতো
চোখে সাগর ঢেউ
ভরা আকাশ নতানু দেহ
বাতাস মোড়ানো চেউ
ফুলকন্যা ফুলের ❀ রানী চাঁদের নিচে রাত
মনভুলানো ফুলের গন্ধে প্রার্থনামাখা হাত
ফুলকন্যার দৃষ্টি রেখা কাচা আমের রঙ
খুব সকালে পুব আকাশে লালসাদা টিংটং
ফুলকন্যা ঘুমের দেশে ভরা নদী হাসে
কথা পেলে কুব্জদেহ জলে স্থলে ভাসে
ফুলকন্যা ফুলের ❀ বাগান
আকাশ ভরা তারা
গন্ধে ছন্দে বলে কথা
উজলা নদীর ছড়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন