সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

আমাদের মধ্যবর্তী বাতাস

কথা বলার সময় এখনই
চুপচাপ
খুব নীরবে নেমে আসো তুমি রাধিকা বনে
নেমে আসো নীরব ঠোটে চোখের জঙ্গলে
বৃন্দাবন ইউসুফমন
ইউসুফমন বৃন্দাবন

ভোর হলে পাখিদেরও কথা নির্মিত হবে
নির্মিত হবে দালান সাদা পাথর রাজকীয় হত্যা
এখন রাত এখনই সময় নিজেকে ভুলে যাবার
এখন রাত এখনই সময় চোখে চোখ রাখবার

পুরাতন দালাল আরও পুরাতন হয়ে তোমার ঘরে
পুরাতন ঘর আরও পুরাতন হয়ে তোমার মনে
পুরাতন মন আরও পুরাতন হয়ে তোমার জলে
ঘরে মনে জলে এখনই আমাদের সময়

চুপচাপ
একদম চুপচাপ
একপ্রকার চুলেরও আওয়াজ হবে না কোনো
জলঘাটে
মনঘাটে
ত্রিবলিপাঠে নেমে আসো অহিত্যাগী বাসুদেব দ্রুপদ

আমাদের সুখ হবে জ্যামিতিক ঝরনার পাড়ে
আমাদের প্রশান্তি হবে গানিতিক সবুজের ঘরে
আমাদের বসবাস হবে প্রামানিক জোছনার থরেবিথরে
ঘাটের মাঝি ডুব দিয়ে বুঝে নিবে সব--
ক্যাসেট ফিতার মতো যেতে যেতে সামনে
ক্যাসেট ফিতার মতো আসতে আসতে পেছনে

রাত উর্বর এনাফ কিছু হারাবার
রাতই সরস সময় কিছু পাবার
রাতই আমাদের সময় আরও কাছে আসার পেচার চোখের মতো পলকে পলকা পলকে পলক

পালকের মতো আকাশ দেখতে দেখতে--
পালকসুখে তোমার জমিনে আটকে যাবো আমি
আমিফল তোমার ভেতর থেকে হবে আকাশমুখী
আকাশ থেকে জমিন
জমিন থেকে আকাশ
তারপর আমরাই মধ্যবর্তী বাতাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন