শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

আহত বটে

আহত বটে। দারুন আহত। ঐতিহাসিক আহত। শহরসেবা থেকে বাসুদেব পালাতে চায় গ্রামে। গ্রাম থেকে মুনাফা পালায় শহরে। সকালের পর অন্ধকারে গন্ধে আদালত বাগান মুখরিত হয়ে উঠে। জজ সাহেব এখুনি আসবেন। খুলবেন নিয়মের বান্ডেল। কচকচ আওয়াজ হবে। বারান্দায় থাকবে অপেক্ষা। মানুষ নিয়ত একা। মানুষ প্রতিনিয়ত একা। মানুষ অবিরাম একা। মানুষ অনন্তকাল একা।

মানু‌ষের যা নেয় তা বানাতে আরামবোধ করে মাকড়সার স্বপ্ন। মানু‌ষের খাবার নেয় তবু শিকারে যায় রয়েল বেঙ্গল টাইগার।

বৃষ্টিজল
বরফজল
নদীজল
মেঘজল
কামজল
চোখজল
স্রাবজল
জলে বলে ছলে মানুষ গেল মরে

অনেক নীরব পড়ে থাকে একান্তে খুব সবুজে লখিন্দরের বাসায়। কথা বলতে পারে মানুষ কারন মানুষ কথা বলতে পারে না। ছায়ার পাশে জলের ঢেউ প্রতিদিন প্রতিক্ষনে মারা যায়। ঘর থেকে পালায় পালায়--  ঘর বানানোর নামে দুঃখ বানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন