তোমারে ডাকি
তোমারে ডাকি
চুলবাধা রূপসী কন্যা নারী
ভুলে যাও সব
ভুলে যাও সব
দুঃখ বেদনা আড়ি।।
মিছিলে স্লোগানে
কাগজে কলমে
পাইনা তোমার দেখা
রং তুলি আজ অবশ হয়েছে
আঁকতে পারি না কথা।।
মেঘলা দিনে একলা আকাশ
একলা আমি থাকি
দুঃখেরা সব নদী হয়েছে
জলের দেশে বাড়ি।।
তোমারে ডাকি
চুলবাধা রূপসী কন্যা নারী
ভুলে যাও সব
ভুলে যাও সব
দুঃখ বেদনা আড়ি।।
মিছিলে স্লোগানে
কাগজে কলমে
পাইনা তোমার দেখা
রং তুলি আজ অবশ হয়েছে
আঁকতে পারি না কথা।।
মেঘলা দিনে একলা আকাশ
একলা আমি থাকি
দুঃখেরা সব নদী হয়েছে
জলের দেশে বাড়ি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন