রবিবার, ৪ আগস্ট, ২০১৯

শিব

ভগবান শিব ধ্যান করেন। উনার আবার ধ্যান করতে গাঁজা লাগে। সরি সরি। গাঁজা বলা যাবে না, সিদ্ধি বলতে হবে সিদ্ধি। গাঁজা সরবরাহের দায়িত্ব পরে বাংলাদেশের উপর। বাংলাদেশ আবার অলস মানুষ। তিন মাস কাজ করে নয় মাস ঘুমায়। শিব সময়মতো সিদ্ধি পাননি। শিব ভগবান গেছেন ক্ষেপে। ভগবানদের আবার রাজাদের মতো স্বভাব-- ক্ষেপে গেলে অভিশাপ দেন, সন্তুষ্ট হলে প্রদান করেন আশীর্বাদ।

ভগবান শিব বাংলাদেশকে অভিশাপ দিলেন!

কী অভিশাপ?

বাংলাদেশে প্রচুর মশার জন্ম হবে এবং এই মশা বাংলাদেশের আরামের ঘুম হারাম করে ফেলবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন