বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

জীবনের ঘাসপাতা

বলতে চাওতো অনেক কিছু
কিছুই বলোনা
না বলা সেই কথামালা জেনেও জানি না

এক হাতে পাহাড়
অন্য হাতে নদী
মাঝ মনেতে সমুদ্র এক করে উড়া উড়ি
শুনতে গেলে তোমার কথা ডুবে যাবে তরী

থাকো তুমি তোমার মতো যেমন থাকে আকাশ
পাতাঘরে এসো বন্ধু হয়ে রাতের বাতাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন