সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

জামাইবাবু

বিয়ের প্রথম কয়েক বছর পাওয়ারপ্লে চলে। এই সময়টাতে জামাইবাবু চার ছক্কা পিটায়। এই সময়টাতে জামাইবাবুকে বিরক্ত না করা ভালো। মানে তাকে তার মতো খেলতে দেন। এই সময়টাই রান তুলে নেয়ার যোগ্য সময়। একসময় ফিল্ডার সারা মাঠ ছড়িয়ে যায়। তখন জামাইবাবু আস্তেধীরে ইনজামাম কিংবা রাহুল দ্রাবিড়ের মতো দেখেশুনে খেলে। তখন পানি পানের বিরতিও চলে। তখন জামাইবাবুকে চা খাওয়ার জন্যে ডাক দেয়া যেতেই পারে। চল্লিশের শেষে আবার পাওয়ারপ্লে। তখন কিন্তু আবার চার ছক্কা পিটানোর মৌওসুম। তখন জামাইবাবু আবার ব্যস্ত হয়ে পড়বে। তখন আবার তাকে তার মতো খেলতে দিতে হবে।

জামাইবাবুদের খেলা শেষ হয় না। তবে অনেকে অধিক খেলতে গিয়ে মাঠ ছাড়তে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন