রবিবার, ১৭ মার্চ, ২০১৯

আমাদের আমেনা

আমাদের আমেনা স্কুলে যায় না
আমাদের আমেনা ঠিকঠাক খায় না
আমাদের আমেনা বেশি কথা কই না
আমাদের আমেনা চুপ করে থাকে না
না না না না না
আমাদের আমেনা আমাদের আমেনা
আমাদের আমেনা ক্ষুধা পেলে হাসে না
আমাদের আমেনা চোখে তার জোছনা
আমাদের আমেনা লোকে বলে 'জোস না!'
আমাদের আমেনা চুলে ঢেউয়ে মোহনা
আমাদের আমেনার বড় বড় পাখনা
মেঘপাখি ধরতে
দেশে দেশে ঘুরতে
লোকসেবা করতে
জলকনা সাজতে
আমাদের আমেনা দেখে রোজ আয়না
আমাদের আমেনার আছে কিছু বায়না
আমাদের আমেনা সময়ের উড়না
রোজ তাই বলি ভাই ' আমেনা আমেনা'
সময়ের কাছে আছে আমেনার পাওনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন