গাছের চোখ ঢেকে রেখেছে কতিপয় পাতা
গাছ এখন অন্ধকারে
ঘুরছে না গাছের চোখের চাকা
গাছ চুপ— বলছে না কথা
তালপাখা চুপচাপ— আওয়াজ দিচ্ছে না বাতাস
তারপরও ডালপালা হচ্ছে না মোটেও হতাশ
গাছ জানে
জানে না পাতা— আসন্ন শীতে মরে যাবে সে
গাছে বসবে কচিকাঁচা পাতা
গাছ দেখবে আবার পুরাতন চোখে
বলবে কথা আরও আরও সুন্দর পুরাতন মুখে
যে রেখেছে চোখ বন্ধ করে
চোখ বন্ধ করেও সে অন্ধকারের আলোটা দেখে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন