আমি তো চাই তুমি বসে থাকো
তুমি বসে থাকো একা
একা বসে থাকো পাথরের ভেতর
পাথরফুল তোমার চারপাশে
মুগ্ধব্যাকুল তুমি পাথরফুলের গন্ধে
তবে বিচলিত নও তুমি প্রাত্যহিক ছন্দে
মাটির মানুষ আমি বারবার তোমাকে দেখি
বারবার তোমাকে দেখি পাথরের আয়নায়
জানি আমি মাটির মানুষের প্রবেশ নেই পাথরে
কোনো প্রবেশ নেই পাথরঘরে
একবার তুমি বের হয়ে আসো পাথরবৃষ্টি রাতে
পাথরবৃষ্টি রাতে অভিসারের অভিনয়ে খুব গোপনে
এসে ধরে ফেলো আমায়—মাছ মাংস শরীর আমার
করে নাও আমাকে নিজস্ব তোমার
তোমার স্পর্শে হয়ে উঠি যেনো সামগ্রিক প্রেমিক
প্রেমিকের কোনো দেশ নেই
প্রেমিকের কোনো জাতমালা নেই
প্রেমিকের নেই কোনো ভয়দুর্গ প্রাচীর
যুদ্ধ হলেও দেশে দেশে প্রেমিকের দেশ প্রেমিকা
দ্বন্দ্ব হলেও জনে জনে প্রেমিকের রাজধানী প্রেমিকা
প্রেম স্বয়ং সময়
তুমি আমি
আমি তুমি তার দেহগত সেবক দেহাতীত সেবিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন