তীরে আসা ঢেউ
ফিরে গেলে জল হয়ে
নিজ ঘরে নিজ ঘরে
জোছনার ফল হয়ে
ফিরে গেলে চুপিসারে
জানলো না কেউ
ব্যথা দিলে রোজ যারে
সুখ দিলে রোজ তারে
ফুল হয়ে ফল হয়ে
জলঘরে জলঘরে
অকূলের পথ বেয়ে
চাঁদময় মায়া ধরে
কায়া ধরো ঢেউ হয়ে
ছায়া দাও রোজ
নিখোঁজের মনে দাও— শান্তির খোঁজ
তীরে আসা ঢেউ
মরনে লবন তুমি— মনেধরা বেউ
Waves that touch the shore
Return as water once more
Silent steps, a silver glow
Moonlit fruits that softly flow
No one knew, no one heard
Pain was given, joy was stirred
Flower, fruit waves untold
Drifting back to waters cold
Through boundless tides they sway
Clutching moonlight on their way
Oh, be a wave, embrace the sea
Shade the lost in harmony
Waves that touch and fade from view
Salt in death— yet bound to you
১১/০২/২০২৫
৯:৩০মিনিট
জাম্পিং পয়েন্ট
গলে ফোর্ট
শ্রীলঙ্কা