শনিবার, ১১ মে, ২০২৪

রাষ্ট্রমাথা

 এই যে এতো সুন্দর একখান বিষাদ যন্ত্রণা অথবা বেদনা মানিক তোমাকে উপহার দিলাম— বিনিময়ে এই বিশাল পৃথিবীকে আমার পায়ের কাছে এনে দিবে না নিশ্চয়ই— বড় প্রতিজ্ঞা করা সহজ! ছোট্ট একটা নেটফ্লিক্স আইডি যারা বিনিময় করতে পারে না— তারা ছোট্ট জীবনকে বড় করে কেমনে পাড়ি দিবে— পাসওয়ার্ড দুনিয়ায় আগে সাতার কাটতে শিখো— তারপর জলের ভাষায় বড় বড় কথা বলো মাঝি— "মাঝি আমারে নিবা লগে?" কথাডা কইতে দম লাগে— সমাজের পুটকিতে আঙুল দিয়ে এমন কথা কইতে অই— বহু আম-কাডালরে দেখছি সমাজের লের গু খাইয়া বাইচ্চা আছে— তারা বলে আবার জাতির ভবিষ্যৎ!? ইজ্জত মারছে ইজ্জত! 


পেছন থেকে ঠেলা দিলেই হমনে যাওয়া যায় না মাঝি— হমনে যাইতে দম লাগে, সাহস লাগে। দাস হইতে জন্মাইবার পর দাস হয়েই থাহ— মনিব অইবার ফেইক আচরন করা থেকে বিরত হও— দাসের শান্তিতে বসবাস করো— কেচোর শরীরে লবল লাগলে কেচো চকচক করতে তাহে— তবে সোনা অই না— সোনারা অন্য জাতের মানুষ— সোনা মিয়া নাম রাখলেও সোনা অইনা মাঝি— সোনা অইতে জন্ম লাগে: বুঝলা মাঝি 'জন্ম'— নিতাই যে কবি অইছে: হে একদিনে হয় নাই— বহু নিতাইয়ের মরনের পর একজন নিতাই কবি অই।


হুনো মাঝি— কবির লেজে আগুন না দিয়া তারে লেজ নাড়ানোর ব্যবস্থা করে দাও— মনে রাখবা: কবির লেজের প্রশান্তির উপর নির্ভর করে তোমার রাষ্ট্রমাথার শান্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন