বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

হে পুত্র আমার

 যারা অবিশ্বাসী তাদেরকে আমি শ্রদ্ধা করি— যাদের বিশ্বাস করার ক্ষমতা নেই তাদের জন্যে আমার করুনা হয়। মানুষ এক উদ্ভুত পাখি যারা বৃষ্টি এলে ঘর ভাঙে: রোদে চায় বৃষ্টি— নিজের ক্ষমতা ভুলে অন্যের অক্ষমতা নিয়ে আড্ডাগরম— চা ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই।


যারা চোখ বন্ধ করে আমাকে দেখতে পাই স্পষ্ট— আমি তাদের নরম মনে পৃথিবীর সমস্ত শান্তির স্পর্শ দেখতে পাই এবং শান্তি শ্রান্তি প্রশান্তি ফিল করি তাদের সঙ্গে— আর যারা খোলা চোখে আমাকে ঝাপসা দেখে তাদের অঙ্গে আমি রাখি না সবুজ পাতার দাগ— উত্তাল সাগরের তলদেশের মতো আমি আরও আরও তলে যেতে যেতে রচনা করি নিরুত্তাপ উদাসীন জলসীমা।


পুত্র আমার: তুমি সদা সবর্দা মুক্ত: তোমাকে মুক্তি দেয়ার ক্ষমতা যেনো কোনো বন্দী আত্মা লাভ করতে সক্ষম না হয় সেইদিকে তুমি সচেতন থাকবে— ভাঙা নৌকা নিয়ে মানুষ এখন সিন্দাবাদের যাত্রা হতে চায় অথচ তাদের আত্মা শ্রাবণ মাসের আকাশের মতো অমীমাংসিত— তাই তাদের হীনমন্যতার মনধারিত প্রবাহ থেকে দূরে থেকো— আকাশ মেঘলা হলেও একা হাটবে— তোমার কোনো ভয় নেই— সত্যবতী নদীর কোনো ভয় নেই— সাহসী তলোয়ারের কোনো বিকল্প হয় না।


হে পুত্র শুনে রাখো: যা বলবে তা করবে— যা বলবে না তাও করবে— যা করবে তা শেষ পর্যন্ত করবে— শেষ বলে কোনো কথা নেই— শুরু বলে কোনো হারিকেন আলো নেই— তোমার ইচ্ছারেখা এই গ্রহগ্রহনের অনিবার্য সীমানা— হয় সান্ত নয় অনন্ত!


যখন কোনো সুন্দর আত্মা সুন্দর এক যাত্রা পথ বেছে  নিবে তখন অসুন্দর আত্মা তাকে নিয়ে গল্প বানাবে— হয় সত্য নয় মিথ্যা— সুন্দর আত্মা তখনো তার যাত্রা সুন্দর উপায়ে বয়ে যাবে— বয়ে যেতে যেতে দেখবে ঝর্ণার পাশে অপেক্ষা করছে জীবনের শ্রেষ্ঠ চাওয়া, পাওয়া হয়ে— পাওয়ার আকাশে তখন আরও নীরব হয়ে কৃষি করে যেতে ভালোবাসি আমি— প্লিজ আমাকে ভালোবাসতে বাধ্য করবেন না।

বুধবার, ২৯ মে, ২০২৪

প্রিয় অপ্রকাশিত

 আমাদের বাড়িতে একটি আম গাছ আছে। মিষ্টি মধুর আম গাছ। আম্মা বলে আম গাছটি তিনি রোপণ করেছেন। আমি বলি রোপণ করেছি আমি। মিষ্টি আম বলে কথা। টক আম হলে দায় নেয়ার পক্ষে এমন মিষ্টি মধুর তর্ক হতো না। যাক, একটি মিষ্টি মধুর আম গাছ আছে এটাই সত্য। সারা বছর আম গাছটি নিয়ে আমাদের কোনো হুল্লোড় থাকে না। জ্যৈষ্ঠ মাস আসতে না আসতেই শুরু হয় আম গাছটি নিয়ে হুল্লোড়। প্রায় দেড় মাস আমাদের রাত আর দিন একই রকম। ফল মাস বলে কথা। গাছ থেকে আম পড়লো যেনো, গাছ থেকে পড়বে যেনো আম— এই বলে বলে আমাদের বাড়ে ব্যস্ততা— আবার কমে তাড়াহুড়ো  হালকা হালকা!


প্রিয় 

তুমি আমাদের প্রিয় আম গাছটির মতো জ্যৈষ্ঠ মাস হতে পারো না!?


যখন কাঠফাটা রোদে কাশফুল ঘাসফড়িং সব অস্থির হয়ে উঠে তখন পৃথিবীতে নামে শ্রাবণ মাস— নদীতে জল কানায় কানায়।সবাই ফিরে পায় প্রানের স্বস্তি।


প্রিয়

তুমি গরমের দিনে শ্রাবণ মাস হতে পারো না!?


বনে রাতে বেড়াতে গিয়ে দেখি পাতার ফাকে চাঁদ উঠেছে ভরা শরীরের সাজানো জোছনায়। চোখে ভরে উঠে থইথই জোছনায়— জোছনাপরী নামে চোখে নৃত্য করে পালাক্রমে।


প্রিয়

তুমি বনের ঐ পাতার ফাকের জোছনাপরী হতে পারো না!?


তৃষ্ণা পেলে আকুল মনে ব্যাকুল হয়ে জল খুজে সবার মন। জল আসে অবশেষে তৃষ্ণা মেটায়।আবার আমরা ভুলে যায় জলের অবদান— জলবায়ু আর জল নিয়ে কোনো কথা মনে থাকে না জমা। তাতে স্যার জল সুন্দরীও মাইন্ড করে না। 


প্রিয়

তুমি আমাদের অনিবার্য জল সুন্দরী হয়ে উঠতে পারো না!?


তুমি হয়ে উঠতে পারো ঘুম প্রয়োজনে 

তুমি হয়ে উঠতে পারো আকাশ আয়োজনে 

হয়ে উঠতে পারো সাহায্য জনে জনে 

হয়ে উঠতে পারো চাহিদা যোগানে 

তুমি হয়ে উঠতে পারো ফুল ❀ বাগানে 

হয়ে উঠতে পারো সোনালি ফলস ভরাট উঠানে 


না! তুমি তা না হয়ে হলে প্রেমিকা সংবাদে সম্মেলনে। 

বউ হলে চব্বিশ ঘন্টার বহনে বহনে

বহন করে যেতে হয় 

একবার তোমারে 

একবার আমারে

একবার তোমারে 

আরেকবার আমারে 

তোমারে আমারে 

আমারে তোমারে 

কে বলেছে তোমাকে—

প্রতিদিন সূর্য হয়ে উঠতে আমার দুনিয়ায়

তুমি প্রিয় 

সামান্য দেনা হও সামান্য পাওনায়

আলো হও ভোর রাতে অন্ধকারের আয়নায় 

আমি না হয় পাখির সকাল তোমার কামনায়

রবিবার, ১২ মে, ২০২৪

মৃত্যু সংবাদ

 তোমার মনে যখন ভেসে উঠি 

বেচে যাই আমি 

তোমার মনে যখন ডুবে যাই 

মরে যাই আবার 

আজরাইল তো অনেক দূরে 

নাই মৃত্যু ভয় 

ভয় জাগে তোমাকে হারাবার 

তোমার দৃষ্টিতে জন্মেছি বহুবার 

জন্ম দেয়ার পরেও তুমি তাকাওনি 

তাকাওনি এই আমার দিকে মাত্র একটিবার 

এই কাফের মরেছে তোমার প্রেমে

তোমার মনে পৌঁছেনি তখনো 

এখনো পৌঁছেনি আমার মৃত্যু সংবাদ

শনিবার, ১১ মে, ২০২৪

রাষ্ট্রমাথা

 এই যে এতো সুন্দর একখান বিষাদ যন্ত্রণা অথবা বেদনা মানিক তোমাকে উপহার দিলাম— বিনিময়ে এই বিশাল পৃথিবীকে আমার পায়ের কাছে এনে দিবে না নিশ্চয়ই— বড় প্রতিজ্ঞা করা সহজ! ছোট্ট একটা নেটফ্লিক্স আইডি যারা বিনিময় করতে পারে না— তারা ছোট্ট জীবনকে বড় করে কেমনে পাড়ি দিবে— পাসওয়ার্ড দুনিয়ায় আগে সাতার কাটতে শিখো— তারপর জলের ভাষায় বড় বড় কথা বলো মাঝি— "মাঝি আমারে নিবা লগে?" কথাডা কইতে দম লাগে— সমাজের পুটকিতে আঙুল দিয়ে এমন কথা কইতে অই— বহু আম-কাডালরে দেখছি সমাজের লের গু খাইয়া বাইচ্চা আছে— তারা বলে আবার জাতির ভবিষ্যৎ!? ইজ্জত মারছে ইজ্জত! 


পেছন থেকে ঠেলা দিলেই হমনে যাওয়া যায় না মাঝি— হমনে যাইতে দম লাগে, সাহস লাগে। দাস হইতে জন্মাইবার পর দাস হয়েই থাহ— মনিব অইবার ফেইক আচরন করা থেকে বিরত হও— দাসের শান্তিতে বসবাস করো— কেচোর শরীরে লবল লাগলে কেচো চকচক করতে তাহে— তবে সোনা অই না— সোনারা অন্য জাতের মানুষ— সোনা মিয়া নাম রাখলেও সোনা অইনা মাঝি— সোনা অইতে জন্ম লাগে: বুঝলা মাঝি 'জন্ম'— নিতাই যে কবি অইছে: হে একদিনে হয় নাই— বহু নিতাইয়ের মরনের পর একজন নিতাই কবি অই।


হুনো মাঝি— কবির লেজে আগুন না দিয়া তারে লেজ নাড়ানোর ব্যবস্থা করে দাও— মনে রাখবা: কবির লেজের প্রশান্তির উপর নির্ভর করে তোমার রাষ্ট্রমাথার শান্তি।

তোমার আযান

 সাগরে তোমার অসীম আকাশ 

পাখি হয়ে উড়ি 

ডুব দিয়ে দেখি জলের ভেতর 

শিলা পাথর নুড়ি 

শিলা পাথর নুড়িমাখা জলে ভিজে আসা স্রোত 

ফুলেল আসন কিয়াম সুরতহাল প্রতিবেদন প্রকাশ

পাতার মাংসে ঢাল তলোয়ার শান্তির অবকাশ 

বৃষ্টি পড়ে 

বৃষ্টি পড়ে

পাতার শরীর কাপে

বৃষ্টি তখন আরও সুর তুলে পড়ে খাপে খাপে 

শেষ হয়ে মেঘ ☁ আকাশ আহা দারুণ পরিষ্কার 

সফেদ মাটির কাফের গন্ধ ফুটে ওঠে বারবার

পাতার কাবায় রাখা এমন বাঙ্গি নোনতা স্বাদ 

শরীর আমার পাইনি আগে বেড়েছে অবসাদ 

নোনতা সাগরে ডুব দিয়ে পাই জলের মিষ্টি আঘাত

মিষ্টি আঘাত মিষ্টি আঘাত

ফিরে আসো বারবার

তোমার আযানে নামাযি হবো বেহেশতি কারবার

শুক্রবার, ১০ মে, ২০২৪

ছাতারোদ

 ছাতার নিচে উঠেছে চাঁদ

বাদল গ্যাছে টুটি

নরম আলোয় চোখ রেখেছি 

মন বেধেছে জুটি

সোমবার, ৬ মে, ২০২৪

News Service

 I float in your mind

A floating I in your mind 

I am alive 

Easy-peasy— I am getting mine

When I sink into your mind

I mean— I am out of your mind sight 

Die again I— okey-dokey 


Azrael is far away

No fear of death is available here in me 


I am scared of losing you so much so that I can't take breathe without you

I am a breather in your wish

Your wish is a foreign island like a star in my mind 


I am born many times in your eyes

Even after giving birth you did not look before

Don't look just once before and after 

This infidel has died in love with you

It hasn't reached your mind yet

The news of my death has not yet arrived