বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মানবিকতার বিশুদ্ধ কোমলপ্রাণ

 ধানমন্ডির ১৫এ।বসে আছি।বসে আছি একটি সাধারণ কিচেন এবং জুসঘরে। পেপের জুস অর্ডার দিলাম। জুস রান্না হচ্ছে😀। অপেক্ষা করছি— এমন সময় একজন লোক আসে। লোকটি কফি অর্ডার দেন।


আমিনুল ইসলাম। দোকানের মালিক।


আপনি না একটু আগে কফি নিলেন?

নিলান কিন্তু হাত থেকে কফি পড়ে গেলো।


আমার পেপের জুস চলে আসে। লোকটিও কফি পেয়ে যায়। লোকটা টাকা দিতে গেলে আমিনুল ইসলাম টাকা নিলেন না। আমার হাত থেকেও তো কফি পড়ে যেতো পারতো— দুর্ঘটনা ইজ দুর্ঘটনা— তা আপনার বেলা যেমন সত্য আমার বেলাও সত্য। 


পেপের জুস চলে আসে।দারুণ মিষ্টি। চিনি মেশানো হয়নি। মিষ্টি পেপের জুস খাচ্ছি আর ভাবছি আমিনুল ইসলামের বিক্রিচারন পেপের জুসের চেয়েও মিষ্টি।


আমার জিব্বা পেপের জুসের মিষ্টিস্বাদ ভুলে যাবে, আমার ব্রেইন আমিনুল ইসলামের মিষ্টিচারন ভুলবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন