ভোর পালন হয়ে গেলে
দিনান্তের আলো বৈধ সুখের আশায়
পথ থেকে পথে পাতার আড়ালে
পরম সবুজ গাছ লকলক করে দেয় অক্সিজেন ছাওনি
ভালো ভালো কথা নামে মানুষের আড্ডায়
স্বার্থে লোভে হিংসায় জর্জরিত মোমবাতি আলো
কালো টিপ সাদা কপাল
কালো কপাল লাল টিপ— হালকা আলো সন্ধ্যা রাত
ভেতরের নদীতে আর জল বয়ে চলে না সতত
ডাকে না ডাহুক উঠে না মানুষ চেতনার নরম ভোরে
ধানক্ষেতের ছোট মাছ— স্বাদের ডগায় এখনো বাজে
পানখাওয়া দাদির থুতনিতে চুল মেজাজ ফুরফুরে
নদীর ঘাটে কলসিকন্যা শরীরে তার নরম আকাশ
সুর হয় প্রেম হয় সে যেনো তারা যেনো দিনরাত বাজে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন