বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মানবিকতার বিশুদ্ধ কোমলপ্রাণ

 ধানমন্ডির ১৫এ।বসে আছি।বসে আছি একটি সাধারণ কিচেন এবং জুসঘরে। পেপের জুস অর্ডার দিলাম। জুস রান্না হচ্ছে😀। অপেক্ষা করছি— এমন সময় একজন লোক আসে। লোকটি কফি অর্ডার দেন।


আমিনুল ইসলাম। দোকানের মালিক।


আপনি না একটু আগে কফি নিলেন?

নিলান কিন্তু হাত থেকে কফি পড়ে গেলো।


আমার পেপের জুস চলে আসে। লোকটিও কফি পেয়ে যায়। লোকটা টাকা দিতে গেলে আমিনুল ইসলাম টাকা নিলেন না। আমার হাত থেকেও তো কফি পড়ে যেতো পারতো— দুর্ঘটনা ইজ দুর্ঘটনা— তা আপনার বেলা যেমন সত্য আমার বেলাও সত্য। 


পেপের জুস চলে আসে।দারুণ মিষ্টি। চিনি মেশানো হয়নি। মিষ্টি পেপের জুস খাচ্ছি আর ভাবছি আমিনুল ইসলামের বিক্রিচারন পেপের জুসের চেয়েও মিষ্টি।


আমার জিব্বা পেপের জুসের মিষ্টিস্বাদ ভুলে যাবে, আমার ব্রেইন আমিনুল ইসলামের মিষ্টিচারন ভুলবে না।

শীতলা শীত ওগো

 ওগো শীতকালের গাছ— পাতাহীন জীবন তোমার থাকবে না বেশিদিন— আবার বসন্ত আসবে— পাতা আসবে— আসবে পাখি— নড়বে তুমি বাতাসে — চলবে আবার হেলেদুলে।


তোমার প্রয়োজনে তোমার শরীরে পাতা আসে— আবার তোমার প্রয়োজনে তোমার কাছ থেকে পাতা ছুটি নিয়ে থাকে— তোমার অফিসে যে পাতা চাকরি করে তারও ছুটির দরকার পড়ে— দরকার পড়ে গ্রামের বাড়িতে কিছু সরল মানুষের সাথে চোখে চোখ রেখে হাসি ☺ বিনিময়ের।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ভোরে উঠে আলো

 ভোর পালন হয়ে গেলে

দিনান্তের আলো বৈধ সুখের আশায়

পথ থেকে পথে পাতার আড়ালে

পরম সবুজ গাছ লকলক করে দেয় অক্সিজেন ছাওনি

ভালো ভালো কথা নামে মানুষের আড্ডায়

স্বার্থে লোভে হিংসায় জর্জরিত মোমবাতি আলো

কালো টিপ সাদা কপাল

কালো কপাল লাল টিপ— হালকা আলো সন্ধ্যা রাত

ভেতরের নদীতে আর জল বয়ে চলে না সতত

ডাকে না ডাহুক উঠে না মানুষ চেতনার নরম ভোরে

ধানক্ষেতের ছোট মাছ— স্বাদের ডগায় এখনো বাজে

পানখাওয়া দাদির থুতনিতে চুল মেজাজ ফুরফুরে

নদীর ঘাটে কলসিকন্যা শরীরে তার নরম আকাশ 

সুর হয় প্রেম হয় সে যেনো তারা যেনো দিনরাত বাজে

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

দিনের আলো

 প্রভুর প্রেমে ডুবেছে যে মন

সেই মন ভুলে গেছে ছায়ার শরীর

ভুলে গেছে শরীরের দিন মাস সন

রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

পানসে নদীর ছেলে

 আমি নদীপাড়ের ছেলে। পানসে নদী— মেঘনার সরাসরি সন্তান। মেঘনার মন খারাপ থাকলে যে খুব প্রথমে ফিল করতে পারে সে এই পানসে। মেঘনার আনন্দ যার মনে প্রথম জোয়ার তুলে সে এই পানসে নদী। বর্ষাকালে পানসে নদী আর মেঘনাকে আলাদা করা যায় না— তারা এক এবং একেবারে একাকার।


নদী পাড়ের মানুষ বিসর্জনের অর্জন খুব করে উপভোগ করতে পারে— দেখতে জানে বৃষ্টি কত সুন্দর করে নদীর জল হয়ে যায়।


আমার চোখের জল যখন তোমার মনে গিয়ে নদী হয়ে যাবে তখন তোমাকে আমার শৈশব যৌবনের বেদনা ও প্রার্থনার পানসে নদী— পানসে নদীটা তোমার নামে লিখে দেবো।

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

অর্জুন প্রিয় বাসুদেব

 অর্জুন— ব্যক্তি পাপ করতে না চাইলেও সে পাপকর্ম করতে  বাধ্য হয় কি করে? কে তাকে দিয়ে পাপকর্ম করায়?


কৃষ্ণ— ব্যক্তিকে পাপকর্ম করায় তার নিহিত স্বার্থ, তার মোহ। স্বার্থহীন কর্মে কোনো পাপ থাকেনা।  স্বার্থহীন কর্ম সর্বদা সমাজ-কল্যানকারী হয়৷


অর্জুন— তাই?


কৃষ্ণ— হুম। তবে কর্মে যখন স্বার্থমোহ জড়িয়ে যায়, তখন ব্যক্তিকে রাগ-দুঃখ, কষ্ট, হতাশা, জ্বালা, যন্ত্রণা মুহূর্তে মুহুর্তে কুরে-কুরে খায়৷


অর্জুন— তাহলে আপনি রাধার সাথে কোনো অন্যায় করেননি?


কৃষ্ণ— পাল্লাগ্রাম বস্তুর ওজন করে। পাল্লাগ্রামকে ওজন করে কে?


অর্জুন— কে?


কৃষ্ণ— পাল্লাগ্রাম ওজন হয়েই আসে।


অর্জুন— আচ্ছা, বুঝতে পারলাম।

মহান নেতা

 মহান নেতা। এক মহান নেতা দুপুরের খাবার খেতে বসে— ভাত আর দুটি ডিম। আর কোনো তরকারি রান্না হয়নি সেদিন— এমন সময় দুজন মেহমান আসে— তারাও ক্ষুধার্ত। মহান নেতা তাদের জন্যে দুটি বাসনে ভাত পরিবেশন করে। তরকারি তো নাই! মহান নেতা নিজের দুটি ডিম দুজনকে দিয়ে দেন— মহান নেতার থালায় কেবল সাদা ভাত— একজন মেহমান নিজের আস্ত ডিম থেকে অর্ধেকটা নেতাকে দেন, আরেকজন মেহমান দেন অর্ধেকটা ডিম। ফলে নেতার হয়ে যায় একটা ডিম, আর মেহমানরা খাবার শেষ করে অর্ধেকটা ডিম দিয়ে।


~প্রিয় নেতা ভাই, খাওয়ার লোভটা ছেড়ে দেন— খাওয়ানোর চিন্তা করুন— মৃত্যুর দিন পর্যন্ত জনগণ আপনাকে উপোস রাখবে না— জনগণ উপোস থাকলে আপনাকে না খেয়ে মরতে হবে