সোমবার, ৯ মে, ২০২২

চোখের সামনের সুগন্ধি হয়ে

 একটু আসো 

  ফাঁকে একটু আসো 

    ফাঁকে ফাঁকে একটু আসো 

      অনেকটা থেমে যাও 

        তসবির দানার মতো সুতায় প্রেম গাও 

  পাতায় পাতায় একটু হাসো

   অনেকটা থেমে যাও 

   শীতের শিরায় বসে মানুষের প্রান গাও 

পূর্বাভাস অপূর্ব পুর্বারঙে সূচনাসুর অনাবিল গাঙচিল 

   জলের ফাঁকে থামো একটু আনন্দ অনাবিল 

     নারীবাদী রূপকথায় নারী আবাদি দাওয়াবিল 

      সেইখানে 

       যেখানে মজনু খুঁজে হারানো দিন 

        ইয়া জাজং নিথুয়া দিগন্ত আলপিন 

         লায়লি খুঁজে সুর 

          ভোরবেলা পাতার আদর আন্ধার দেহে নুর 

     বাজনার শানে বাজে সুর নৃত্য তাল আনন্দ 

    পাতার দেহে বাতাস যেমন জয় পরানের ছন্দ 

         হলুদ গুড়ো হলুদ গুড়া আলিফ লাম মিম 

          ঘনঘোর তমসা 

           বাতায়ন লেবানন 

            লুকোনো গন্ধম অদৃশ্য আলাদিন 

              রকদস্তি একদিন দুইদিন তারপর বহুদিন 

   শেষ রাতে জেগে উঠে পাতার ফাঁকে জ্বিন 

     জ্বিন যেনো পরী চায় 

      পরী চায় ঘর 

       থেমে থেমে আপন করো 

         করো না 

          করো একটু পর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন