শনিবার, ৫ মার্চ, ২০২২

আলো থেকে সহনশীল দূরে

 আমিও জানতাম 

নদী তীরে বসে থাকা বাতাস্খ আসমান 

কালেফুল জলনল ডোবাকল ময়দান 

মায়ায় মন ভাসে না ভাসে মন শানেমান 

আলোতে জয় রাম 

গোপনে হনুমান 

চললাম চললুম 

বদনামে নামেনাম— নামে নয় সুনাম 

জলে মাছ ডাঙায় লাশ 

চলে হাস জলে হাস 

এক পাখি দুই নাম 

দুই পাখি এক দাম 

দুই পাখি এক ঘরে 

এক ঘরে এক কাম 

এক কাম এক কাম— কয় নয় বেশি দাম

চোখজল কাদা করে কার পাখি কার ঘরে

হাসিমন

জলাবন

এক পাখি দুই ঘরে দুই দুই নাম করে

ঠোঁট আছে পাখি আছে 

নদী ভরা মাছ আছে 

বেচে থাকা ভেসে থাকা আরও কাছে আরও কাছে

চলো মন চুলা মন 

এক রাজা এক ধন

কল্ল ভল্লি চেয়ারের সুধীগন

মাঝপথে নেচে যায়

মরে যে বেশি খায়

খায় খায় করে মন 

নদী তীরে দুনাপন 

যার যে সে নাই 

আছে যে তাই নাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন