রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

দিন শেষে রাত আসে

 জীব জন্তু জানোয়ার নয়, মানুষ সম্পর্কে তোমাকে সাবধান করছি। মানুষ তোমাকে ভালো থাকতে দিবে না, মানুষ তোমাকে খারাপ থাকতে বলবে না, মানুষ এখন পর্যন্ত আমার দেখা একমাত্র চিড়িয়া যাদের দেখতে চিড়িয়াখানায় যেতে হয় না। জীবন নামক তরকারিতে মানুষকে লবনের মতো ব্যবহার করতে শিখো যেনো তোমার জীবন-উত্তর শেষ পর্যন্ত তুমি দিতে পারো।


কোনো মানুষকে তোমার কথা শুনতে বাধ্য করবে না। আমার কথা তুমি মানতে বাধ্য থাকবে না। কথাকে কাজে রূপান্তরিত করার আগে নিজের পর্যবেক্ষণ ক্ষমতা ওপেন করে নিবে। নিজের চোখ সবচেয়ে বড় আদালত, নিজের মুখ সবচেয়ে বড় মার্কেট, নিজের হাত সবচেয়ে বড় গ্রুপ অব কোম্পানি,নিজের পা সবচেয়ে বড় মানবিক হাসপাতাল। নিজের চেয়ে কাউকে অধিক ভালোবাসতে যাবে না, পৃথিবীটা ভালোবাসার জায়গা নয়, দুনিয়াটা জাস্ট প্রয়োজনের জায়গা। 


কাউকে মুগ্ধ করার জন্যে হকার হয়ে উঠা বোকামি। বোকাদের মুগ্ধ হতে কারন লাগে না। সময়ের জলে কচুরিপানা হয়ে ভাসছে মানুষ। ভাসতে ভাসতে অনেক মৃত দুর্গন্ধময় লাশের সাথে দেখা হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে শিখো। সামাজিক হয়ে উঠার অভিনয় করবে না পুত্র আমার। লোভ থেকে যা কিছু গ্রহন করবে তাই তোমাকে পীড়ন দিবে। পেটের ক্ষুধা সমস্যা না, চোখের ক্ষুধা সমস্যা। 


প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও একটা মুখোশ রয়েছে। মুখোশের বাইরে সমাজের সবাই সাদা চামড়া বাদামি পোশাক। এই মুখোশধারী বাদামি পোশাককে উন্মোচন করে দিও না।কারন তুমিও মানুষ দিনশেষে। খুব কাছ থেকে মানুষকে দেখা যায় না,কাছের যে কাউকে দেখার জন্যে উপলব্ধি করার জন্যে খুব দূরে যেতে হয়।খুব দূর থেকে অনেক কিছুই ভুলভাবে দেখা যায়, তাই সীমানা নির্ধারণক্ষমতা আসলেই একটা ক্ষমতা। মানুষ আর তোমার মধ্যে পার্থক্য মানুষ। তাই তোমার গভীরে কে বসবাস করে তাকে জানতে শিখো পুত্র আমার।মাটি থেকে ইট,ইট কিন্তু মাটি না, আবার মাটি থেকে আলাদাও না। যেমন করে মাটি থেকে ইট, ইট পরে বিল্ডিং হয়ে উঠে তেমন করে তুমিও হয়ে উঠতে পারো মানুষ থেকে আত্মা।


কথা কাজে চিন্তায় অন্যের উপকার করার মানসিকতা তোমার মর্যাদা বৃদ্ধি করবে। কখনো শয়তানের উপকার করতে যাবে না। শয়তানকে পাঠানো হয়েছে তোমার উপকার করার জন্যে। যে লোকটা তোমার উপকার করতে আসবে তার ব্যাপারে সর্তক থাকবে, যে লোকটা তোমার ক্ষতি করার আয়োজনে অস্ত্র ধারালো করতে থাকবে তার ব্যাপারে থাকবে নির্মোহ। 


আগুন জ্বালাতে গিয়ে নিজেই অনেকে আগুন হয়ে উঠে। দিয়াশলাইয়ের কাঠি আর আগুনের মাঝখানে অবস্থান করবে সবসময়। মোমবাতি নিভে গেলে চাদের জোছনার জন্যে অপেক্ষা করবে,আকাশে চাঁদ না থাকলে সূর্যের আলোতে গতর ধৌত করে নিভে। কখনো কোনো কিছু করার জন্যে মরিয়া হয়ে উঠবে না। জীবনের প্রাপ্তি ও জীবনের অপ্রাপ্তি একই নদীর দুটি তীর। 


ভয়কে জয় করা নয়, ভয়কে জানতে শিখো পুত্র আমার। মানুষের পরে তোমার পথে সবচেয়ে বড় শত্রু তোমার ভয়। কখনো মানুষের আরেক নাম ভয়, কখনো ভয়ের আরেক নাম মানুষ। 


মানুষকে বুকে নয়, পীঠস্থানে নয়,মাথায় নয়, পায়ে নয়-- চোখে রাখতে শিখো অনাগত সন্তান আমার। চোখ দিয়ে যতদূর দেখা যায় ততদূর সম্পর্ক। সম্পর্ক এক ঔষধের নাম-- প্রয়োজন ও পরিমানের বাইরে সংবিধিবদ্ধ সতর্কীকরণ সম্পর্ক জীবনের জন্যে ক্ষতিকর। 


তুমি নিজে একটা রাষ্ট্র একটা পৃথিবী। তোমার রাষ্ট্রের ব্রিজ কালভার্টের উন্নয়ন করার আগে মস্তিষ্কের উন্নয়ন করবে। বেক্কলের সম্পত্তির উপর আক্কলের দশ আনা অধিকার থাকে। গ্যালাক্সির সবচেয়ে আপডেট নলেজ যেনো তোমার মাথায় গিলবিল করে চাদের জোছনার মতো। অবশেষে তোমার অর্জিত জ্ঞান প্রজ্ঞা প্রতিভা মেধা অভিজ্ঞতার জন্যে তোমাকে শাস্তিভোগ করতেই হবে। প্রস্তুত থেকো পুত্র আমার প্রস্তুত থেকো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন