শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

জানতে দিও

 জানতে দিও কেমন আছো কোথায় তোমার বাড়ি

কোথায় তোমার নদীর জল দিচ্ছে সাগর পাড়ি

কোথায় তোমার ভুল সকল পড়ে লজ্জা শাড়ি

জানতে দিও


জানতে দিও

গভীর রাতের আচলভরা স্বপ্নকথা কোথায় গেলো

কোন অভিশাপ আমা থেকে তোমায় কেড়ে নিলো

কান্না পেলে এখন তুমি কোন পাতাকে ডাকো

কেমন রোদের দেখা পেলে হৃদয় খুলে রাখো

জানতে দিও 


জানতে দিও

কোথায় তোমার খুনসুটি আর ঝগড়া

কোথায় তোমার চোখের আদর কাঁটাতারের পর্দা

কার সঙ্গ এখন তোমার দিচ্ছে জীবন জর্দা

জানতে দিও


জানতে দিও

কার অসুখে তুমি এখন দারুন ব্যতি ব্যস্ত

কার মুখের চপল হাসি করে তোমায় সুস্থ

কার কাছে মেলে ধরো বুকের পাথর কষ্ট

জানতে দিও 


জানতে দিও

বসন্ত ফুল কোথায় এখন ফোটে

সূর্যকথা এখন রোজ কার মুখে উঠে

জানতে দিও 


জানতে দিও

এখন তুমি কোথায় আছো 

কেমন আছো কোন গতরের ফুল


আমি এখন ভালো আছি

হাসি পেলে ভীষণ বাঁচি স্বপ্নমধুর ভুল

জানতে দিও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন