বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

শয়তানের শয়তানি

 মানুষ পাপ কাজ করে। লোকে বলে শয়তানের প্ররোচনা। শয়তান কার প্ররোচনায় করেছিল পাপ-- অমান্য করেছিল পরম দয়াল? মানুষের পায়ে চুমু দিয়ে দেখি মানুষ মহান। মানুষের হাতে হাত রেখে দেখি মানুষ অসামান্য ধনবান। ফুল ফল ঘাসময় মানুষের ইতিকথা। মানুষ হাসলে সূর্যজোয়ার নামে পৃথিবীর পাতায়-- কাঁদলে নদীজল দেখায় তীরঘেষা জোয়ার। জোয়ার

ভাটায় পড়ে আয়ুরেখা খেলা করে-- চোখে বালুপড়া কথা নিয়ে মাস্টার সাজে কতশত ধর্মরূপকথা।

 


ভুলফল 

       ভুলকল 

              ভুলদল 


নাপাক থেকে পাক 

    পাক থেকে নাপাক 

         শুরু থেকে শেষ 

           শেষ থেকে শুরু 

গুরু থেকে জুরু আদার ব্যাপারী-- জাহাজের খবর 


প্রথম সত্য আজও মিথ্যা 

আজও সত্য নয় প্রদর্শিত ধর্মপর্দা 

অর্থের শখ বালুতে মিশে যায়

অর্থের যশ কথাসুখ দোতরায়

ঢিল দিলে দেখা যায় জলের নাচন

মিথ্যা সুখে প্রাসাদ বানায় কুরুক্ষেত্র আশ্বিনের মাস 


ফাল্গুনে সবুজ পাতায় ব্যর্থ সংসার 

যা দেখো যা দেখাও ব্যর্থ সবই সন্ধ্যা বেলায় 

কাগজের নৌকায় জলে নেমে জলে ডুবে যাওয়া


এতো শূন্যতার ভেতর কাকে বলি বলো তুমি প্রভু আমার-- আমার প্রভু আমি হয়ে দেখি শূন্যতার কারবার -- বিশাল গাঙচিল থেকে ঘাসের জীবন ধানক্ষেতের শব্দ অদ্ভুত অধরা ভয়ঙ্কর চপল-- আরো ভেতরে গেলে গভীরতা ফেটে যায়-- শয়তান বলতে যা কিছু বোঝায় সবই অগভীর ফাটল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন