এমন মানুষ হও যেন পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের কল্যানে তোমার মেধা প্রজ্ঞা ধৈর্য কাজে লাগে। তোমার সাথে আমাদের বিশ্বাস ও প্রার্থনা রয়েছে।
কারো সাথে কখনো প্রতিযোগিতা করবে না, প্রতিযোগিতা করবে নিজের সাথে। কারো সুখ দেখে কখনো নিজেকে ইনফিরিউর ভাবতে যাবে না, মানুষকে সুখী করা যেমন সুখের তেমনি মানুষকে সুখী দেখাও আনন্দের।
গাছ যত বড় হতে থাকে বাতাস তত বেশি লাগে-- তাই বিপদে ভয় পাওয়া যাবে না। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান থাকে না। প্রত্যেক জীবন যেমন মৃত্যু নিয়ে জন্মগ্রহন করে তেমনি প্রত্যেক সমস্যা জন্মগ্রহন করে সমাধান নিয়ে। কখনো আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাবে না। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়।
বিচলিত চিত্ত কখনো কাজে আসে না। কিন্তু এই সমাজ এই পারিপার্শ্বিকতা তোমার চিত্তকে বিচলিত করার জন্যে ফাঁদ পেতে থাকে।
সব সময় মনে রেখো তুমি কৃষকের সন্তান। সংগ্রাম তোমার কাঁধে, সংগ্রাম তোমার রক্তে। মানুষের কাছে সাধু হওয়ার চেষ্টা কখনোই করবে না, নিজের কাছে নিজে সত্যবাদী কর্মট সৌখিন হয়ে উঠবে। জীবনের পথে অনেকেই তোমাকে নিয়ে ভুলবাল ভাবতে পারে, তাদের ভুল ভাঙানোর চেষ্টা তোমার থাকবে কিন্তু কখনো মরিয়া হয়ে উঠবে না।
তুমিও মেঘনার সন্তান। উদার হবে মানবিকতার স্রোতে, হিসাবী হবে সময়ের ব্যাপারে। মা-বাবা পৃথিবীতে সময়ের একটা এ্যাকাউন্ট খুলে দিয়েছেন, তাকে ব্যবহার করতে শিখবে।
কারো সাথে কখনো প্রতিযোগিতা করবে না, প্রতিযোগিতা করবে নিজের সাথে। কারো সুখ দেখে কখনো নিজেকে ইনফিরিউর ভাবতে যাবে না, মানুষকে সুখী করা যেমন সুখের তেমনি মানুষকে সুখী দেখাও আনন্দের।
গাছ যত বড় হতে থাকে বাতাস তত বেশি লাগে-- তাই বিপদে ভয় পাওয়া যাবে না। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান থাকে না। প্রত্যেক জীবন যেমন মৃত্যু নিয়ে জন্মগ্রহন করে তেমনি প্রত্যেক সমস্যা জন্মগ্রহন করে সমাধান নিয়ে। কখনো আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাবে না। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়।
বিচলিত চিত্ত কখনো কাজে আসে না। কিন্তু এই সমাজ এই পারিপার্শ্বিকতা তোমার চিত্তকে বিচলিত করার জন্যে ফাঁদ পেতে থাকে।
সব সময় মনে রেখো তুমি কৃষকের সন্তান। সংগ্রাম তোমার কাঁধে, সংগ্রাম তোমার রক্তে। মানুষের কাছে সাধু হওয়ার চেষ্টা কখনোই করবে না, নিজের কাছে নিজে সত্যবাদী কর্মট সৌখিন হয়ে উঠবে। জীবনের পথে অনেকেই তোমাকে নিয়ে ভুলবাল ভাবতে পারে, তাদের ভুল ভাঙানোর চেষ্টা তোমার থাকবে কিন্তু কখনো মরিয়া হয়ে উঠবে না।
তুমিও মেঘনার সন্তান। উদার হবে মানবিকতার স্রোতে, হিসাবী হবে সময়ের ব্যাপারে। মা-বাবা পৃথিবীতে সময়ের একটা এ্যাকাউন্ট খুলে দিয়েছেন, তাকে ব্যবহার করতে শিখবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন