শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

মহাভারত

মহাভারত পড়ছি। এক‌টি কথা কানে লেগে গেলো। কথাটি হলো "দেশের প্রধানমন্ত্রী যখন দুর্বল হন তখন রাষ্ট্রের সকল শাখায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে!"
আসলেই ত তাই। শেকড় দুর্বল হলে কান্ড শাখা প্রশাখার বিশৃঙ্খলা রোধ করার ত কেউ থাকে না।
এবং জানতে পারলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিদ্ধি গ্রামের কমলাকান্তের পুত্র কাশীরাম দেব কেন বলেছিলেন--
                         "চন্দ্র বাণ পক্ষ ঋতু শক সুনিশ্চয়।
                          বিরাট হইল সাঙ্গ কাশীদাস কয়।।"
কেন বলেছিলেন--

                         "মহাভারতের কথা অমৃত সমান।
                          কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান॥"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন