শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

তালতলা বাজার

তালতলা বাজারে মানুষ বিক্রি হয় মাছের দামে-- টেবিলের উপরে টেবিলের নিচে।

তান্দুরী চিকেন। জুস। ফ্রাইড রাইস। রূপচাঁদা কাবাব।

তালতলা বাজারে বিরাট গরু ছাগলের হাট।

বার্গার। থাই সুপ। কাচ্চি বিরিয়ানি। চিকেন ফ্রাই। নান রুটি।

তালতলা বাজারে স্বার্থপোকা খাবি খায় জলে অক্সিজেনে।

শীতের সকালে বৃষ্টির মিছিল
মিছিলে কৈবর্ত রোদ।

তালতলা বাজারে কলাবউয়ের বেগুন সস্তায় পাওয়া যায়
কার্তিকের ঠোঁট পায় মাংসের স্বাদ।

কামান তাক করা আছে-- মরিচের বিরুদ্ধে মিষ্টি মিষ্টির বিরুদ্ধে মরিচ। মজায় আছে তালতলা বাজারে শিয়াল বনরাজ সিংহ মাংসাশী বাঘ।

আলো বিক্রি চলছে
হত্যা বিক্রি চলছে
বিক্রি চলছে উপাসনা প্রার্থনা।

সকাল মানে তালতলা বাজার, দুপুর মানেও তাই বিকাল মানে তালতলা বাজার রাত মানেও তাই। মানুষ এখন অনেক ভদ্রতা নিয়ে তালতলা বাজারে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন