রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

তা রানি

তারানি সহজ তরল ।তবে নাকের মতো সোজা নয় ।মনের ভেতর চিমটিকাটা রহস্য লুকিয়ে রাখে ।আচরণে যৌথ ।প্রচলিত ধারায় বন্ধুপ্রিয় ।গভীর অর্থে সঙ্গপ্রিয়।
ছেলেসঙ্গ ।ছেলেসঙ্গ কেন তারানির প্রিয় তার অর্থ বহুবিধ ।
আংশিক ব্যাখার দাবি রাখে তবে অধিকাংশই মানসিক ।আয়মনা-গায়মনা মনের স্ফুরণ
'মাইয়ারা পোলাফানডে খারাপ বানা ,পোলাফানের দোষ নাই '
তারাচানের আম্মার স্রুতকথা । যে কথার জন্ম পুরাতন জীবন ধারায় ।আধার পুরাতন ।
তারানির এটমিক কাভার ,ঘাসফড়িং আচরণ ঐকিক নিয়মে চোখের কাছে টেনে আনে ।তাকে ঘিরে বসে পোকাদের হাট ।ডিসপ্লেতে সাজানো তারানি সোপিজ:
সোপিজটির হাসি ঠোটের কাছে এসে ভেঙ্গে যায় ;ঘাড়ের হাড় বাঁকা রাস্তার মতো সোজা হয়ে আসে ।
তার মনের কথা বাতাসে আসে না ।আসলে , শোনা যেত

পোলাফানের চখের জল আমার বড়ই ভালো লাগে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন