বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

notion

মধ্য বয়সী রাত । ফোন আসে ।আকাঙ্খিত ফোন ।মোবাইল কেঁপে ওঠার আগে অন্তর কম্পিত ।তুমি তখন বলেছিলে --
আমার অন্তের নদীটা তোমার সাথে না  যুক্ত ? কৈ ' নদীতে ঝড় ওঠেছে ;মাঝি হয়ে তো আসলে না ।
হিমের স্পশে চাদও  হিমাংশু ।চাদের টাচে তারাচান হিমানী ।কথা থেমে যায় ।জমানো কথা কম্পনে রুপান্তরিত।শরীর সারা প্লাবিত কম্পন ।জেগে থাকা কিছু তারা ;রাত এবং তাদের সাথীরা তখন কইছিন
প্রেমের মরা জলে ডোবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন