বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ইতরবাহার

 কত দেখলাম ইশতেহার 

আগে চলে কথার ভার 

নেতা ভাঙে প্রজার ঘাড় 

কথার কথা আর কত 

দিনে দিনে বাড়ছে ক্ষত

কথা কমাও 

বাড়াও কাজ 

ডক নাই তাইনের অধিক সাজ 

বাহাদুরি কমাও মিয়া 

নেতা হও কাজ দিয়া

সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রাধাগো আমার



রাধা— রাধাগো আমার 

রাধাস্নাত শ্রাবণ মাসের বুক ভাসালে তুমি 

রাত গেলো— ভোর এলো— এলো ভোরের বাহার 

ভোরশাড়ির ভাজ ভাঙলে না— সকাল হলো তোমার 

রাধাস্নাত রাত শেষে ভোরের আলো চোখে 

ঘাসফুলের মতো প্রিয়া

  প্রিয়া আমার ভালো— নন্দ চন্দ মুখে


আলো নাচে 

     আকাশ মেঘে ☁— নদীর জলে ঢেউ

তোমার মতো আমার ক্ষত দেখেনি আর কেউ


চুলউড়ানো বাতাস আমি— তোমার ঠোঁটের ফুল 

       ভাসতে ভাসতে রাধাকিস্তি চিনছে রেজাকুল

অচেনার ঘরে দেখো প্রিয়— চেনা চোরের বাড়ি 

      সংসারের উঠোনহাটে বাড়ছে পুলিশ ফাড়ি

লোহা নহে 

কাস্তে নহে 

সাগর হয়ে এসো 

তোমার জন্যে আমার হৃদয়— জলপালঙ্কে বসো