বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বেসাতি খুব সুন্দর করে


নরম তুলো আরও নরম হয়ে হাতের আঙুল 

রোদের তাপে গলে গলে গল্পকাল 

গল্প বললো কবি

কাদলে কেনো বাদলা দিনে তুমি

আগুনের গভীরে গিয়ে ভুলে গেলে শরীরবর্ন 

বর্নের সাথে বর্নের মিলনে শব্দ হয় তারপর বাক্য 

বর্ন বাক্য ভাবের বাসরে হয় নাকো ভাষা 

সুন্দরী বরফ যখন গলে পড়ে জলের শরীরে 

তখন সূর্য থেকে নেমে আসে ভাষার উৎসব 

বাহারি রাতের পাহাড়ি কথা 

খুলে সব অনুরাগ 

একের পর এক ক্রমাগত ফুলঘাত 

পদ্মিনী কন্ঠের শরীরে স্নানের হাওয়া 

ভোর হয় 

আলো ফুটে 

দুটি শরীরে নুরানি হাওয়ার এক সুর বয়ে যায়

শরীরগাছে কোকিলের দুষ্টুমি ডাক 

মন থেকে পুরাতন পাতা ঝরে পড়ে 

নরম তুলো আরও নরম হয়ে আসে মেঘের ডানায়

ইতিহাস হয়ে তারা ঢুকে পরে অনিবার্য সভ্যতায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন