শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

শয়তানের লেজ

 

বর্ডারের দেশ আছে

আছে পতাকা

আছে তরবারি

পতাকার পোশাকে তরবারি

তরবারি রচনা করে রক্তের নদী

কেমনে মানুষ—

মানুষ হয়ে উঠে বর্ডার তোমার থাকে যদি

মানুষের পতাকা প্রেম

মানুষের দেশ মানুষের হাসি ☺

মানুষের প্রয়োজনে মানুষ ভালোবাসি

লোভ থেকে পরিবার লাভ থেকে দেশ

সীমানা প্রাচীর বর্ডার আচিল মুনাফার ছদ্মবেশ

কদর রাতে

নামলো বানি

ভাঙলো নিয়ম

ভাঙলো অতীত সীমানার দেশ

কৃষ্ণ এলো সত্যালো হাতে 

কংসের প্রেস শকুনি পিলার করলো শেষ 

গৌতম বৌদ্ধ 

অসীম মাঠে দেখালো জীবন শূন্যতার ঘাটে 

তুমি মিয়া দুষ্টু—

নামাও বর্ডার প্রেমিকার শরীরে কাঠের খাটে

মানুষ সত্য— নয় ইভ নয় এ্যাডাম

না স্যার না ম্যাডাম 

কেবল মানুষ সত্য প্রেমের পাঠে

মানেনি সীমানা মরিয়ম ইশা 

ফেরাউনের আসমান করলো ধ্বংস সাহসী মুসা

শয়তান তুমি খুব কৌশলে

খুব কৌশলে বানালে পাসপোর্ট ভিসা

লাগবে আগুন শয়তানের লেজে

পালাবে সে সব ছেড়ে 

পেছনের দরজা সেজে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন