অলঙ্কার তোমার অঙ্গে
কলঙ্ক তোমার সঙ্গে
কৃষ্ণ তোমার প্রানে
তুমি প্রিয় সুর কৃষ্ণের গানে
রাধা তুমি পৃথিবী
পৃথিবীর তিনভাগের জল
পৃথিবীর তুমি বৃক্ষ
বৃক্ষের তুমি পরিপক্ক ফল
কলঙ্ক চাঁদে
কলঙ্ক তোমার কাধে
কৃষ্ণের বাশি তোমার কবজ
এমন নেই কোনো ফাদ যা তোমারে বাধে
তাহলে?
চলো দেহস্নানে যাই প্রভাতে
মাখুক তারা কলঙ্ক দেশবাংলার সভাতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন