সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নামাতা হলে রোজ পালাবো

 আকাশ থেকে নামতে পারো

নামাতা হয়ে বইয়ের পাতায়

তাপ হয়ে 

বৃষ্টি হয়ে নামতে পারো

ছায়া হয়ে পারোনা কিন্তু নামতে তুমি 

ছায়া তুমি দিতে পারো ঘরে ঘরে ধরে ধরে

তাপ যখন দিবে তুমি আরও বেশি 

গলে গলে গল্প হবো তোমার খুশি 

বৃষ্টি হলে জোয়ার হবো জলের টানে 

মন লুকাবো তোমার মনে প্রেমে গানে

নামাতা হলে রোজ পালাবো হিসাব থেকে

প্রজাতির পিছু নিবো রঙছোঁয়া ইশারা ডাকে

নামতে পারো আকাশ থেকে

খুব সহজে 

অন্ধকারে জোছনা হয়ে ভাঙা ঘরে 

জেগে জেগে আদর দিবো উজাড় করে 

ঘুম আসলেও যাবো নাতো তোমায় ছেড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন