সোমবার, ৮ মে, ২০২৩

প্রেমহীন নদীতে বালুচরে জল

 দয়া তোমার না পেলে 

লাভ হবে কী বলো 

চাওয়া হলে সতত সচল

ছলে বলে কৌশলে

তুমি প্রেম 

প্রেমের মহল 

আমার আমিরও কাছে এক করিতকর্মা নুর

পাইনা দেখা আলোরেখা যোজন যোজন দূর

তুমি দয়া দয়াল দয়াময় গিরিশ-নন্দিনী 

স্বয়ং দয়ার সাগর তবু 

প্রেমহীন কারো সাথে সম্পর্ক রাখে না প্রভু 

মরা মাছ বাজপাখি শিকার করে না কভু 

প্রেম জানে চাতক পাখি বৃষ্টিধরা জল 

ইলেক্ট্রন প্রোটন যতসব খটাখট প্রেমের ফসল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন