সব কিছু দ্রুত হবে— জন্ম কিংবা মৃত্যু— ভয় কিংবা সাহস— ভালোবাসা অথবা ঘৃণা। এমন সময় আসবে তিন মাসে জন্ম নিবে মানুষের বাচ্চা— ত্রিশ বছর হবে মানুষের গড় আয়ু।পান খেতে খেতে হাসতে হাসতে মৃত্যুর কুলে ঢলে পড়বে প্রিয় চাচা কিংবা যৌবনা ফুলের বাতাস। মায়ের আঙুল ধরে যে শিশু পাঠশালায় যাবে টুপি আর পাঞ্জাবি পরে হটাৎ সবকিছু ছেড়ে পালাবে— পৃথিবী উপরে পৃথিবী।
পালাতে পালাতে মানুষ ভুলে যাবে মানুষের মুখ মানুষের কথা— মানুষ আর হাসবে না মানুষের মতো— পশুকে কেউ কোনোদিন হাসতে দেখেনি— মানুষের পৃথিবীতে হাসি এক উদ্ভুত ভয়ংকর আবিষ্কার। কলা গাছের সমান হবে একটি কলা— ভোগে যাবে— মায়ের ভোগে যাবে তোমাদের জমানো সুখ কিংবা আশ্চর্য ঐশ্বর্য।
রাত হলে ভয়ে কাপতে থাকবে দিনের মানুষ— দিন হলে ভয়ে কাপতে থাকবে রাতের মানুষ। ব্যক্তিগত স্ত্রী বলে— ব্যক্তিগত স্বামী বলে— ব্যক্তিগত সন্তান বা সম্পত্তি বলে কিছুই থাকবে না তোমাদের ঘটে— সিনেমা চলবে— জাস্ট সিনেমা চলবে চোখের ঠিক বিশুদ্ধ পর্দা বরাবর। পালাতে পালাতে ভুলে যাবে পালানোর পথ— একই জায়গায় বারবার ফিরে এসে দেখবে একই মানুষ একই অভিশাপ— কেবল ঘুমানোর চেষ্টায় অস্থির হয়ে উঠবে বালুদের বাড়িঘর।
কেবল তুমি— কেবল তুমিই— পুত্র আমার,তখনো হাসবে মানুষের মতো— তুমিই দেখাবে আলাদিন আশ্চর্য প্রদীপ পৃথিবীর পথে— বাতাসের শরীরে বাতাস। কারন তুমি জানো— কারন তুমিই জানো পুত্র আমার, শক্তি বা সামর্থ্য কিংবা ক্ষমতার লড়াই অথবা অর্থনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নেই— সবই ফেনার মতো তীরে এসে অস্তিত্ব হারায়।তবে পুত্র আমার, মানুষের মনকে নিজের সর্বশক্তি দিয়ে চিনে নিও— মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম। জঙ্গল অবশ্যই এক প্রয়োজনীয় কালোত্তীর্ণ মঙ্গলের নাম— বাতাসকে করে নিও বন্ধু— আকাশকে সমুদ্র মেনে করিও আবিষ্কার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন