দিন থেকে যায়
দিন বয়ে যায়
দিনঘরে স্মৃতি
ঘর থেকে বার
বার থেকে ঘর
বাড়ছে কমছে গতি
তোমার সাথে দেখা হলো
কথা হলো অনেক
দুজনে আজ পাতাকুড়ি
বৃষ্টিধরা মেঘ
কাজল কালো তোমার চোখে
খেলছে আমার কাল
আমি তোমার প্রথম পুরুষ
মহাকালের তাল
তোমার নামে আকাশ কিনে দেবো উপহার
হলুদ নদী আচলে তোমার চোখে পদ্মহার
একটা জীবন তোমাকে দেবো নেবো তোমার মন
সময় যেমন তেমন মতো রবো আজীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন