রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

আমার নাই যে পাখা

 সাগর তীরে ঘর বেধেছি 

ঢেউয়ের সাথে দেখা 

পাখি বলে গ্রামে যাবে 

ক্যামনে বলি ক্যামনে বলি 

আমার নাই যে পাখা

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

পাথর

 হে কাবার পাথর, এতো গুনা তুমি কোথায় রাখো? الحجر الأسود‎‎!?

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

বাটপার

 নিজের বাটপারি ঢাকতে মসজিদ প্রতিষ্ঠা করুন অথবা মসজিদে দান করুন অথবা ইসলামি ওয়াজ মাহফিলের আয়োজন করুন, আপনি সহজেই জাতীয় থেকে  আন্তর্জাতিক বাটপার হয়ে উঠতে পারবেন

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

কুকুর বনাম মানুষ

 মানুষের কাছে বিশ্বস্ত হওয়ার চেয়ে কুকুরের কাছে বিশ্বস্ত হওয়া জরুরি। কারন কুকুর যখন ঝগড়া করে মানুষের নাম করে গালি দেয় না কিন্তু মানুষ নিজেরা নিজেরা ঝগড়া করে কুকুরের নামে গালি দিয়ে থাকে। মানুষ এই গ্রহের সবচেয়ে অবৈজ্ঞানিক প্রানি, প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে করছে এই মানুষ।

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

গাধা

 গাধার নাকের সামনে ফুল রেখে দেখুন পাতা ভেবে খেয়ে ফেলবে

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

দিন থেকে যায় দিন বয়ে যায়

 দিন থেকে যায় 

দিন বয়ে যায় 

দিনঘরে স্মৃতি 

ঘর থেকে বার 

বার থেকে ঘর 

বাড়ছে কমছে গতি 


তোমার সাথে দেখা হলো 

কথা হলো অনেক 

দুজনে আজ পাতাকুড়ি 

বৃষ্টিধরা মেঘ 


কাজল কালো তোমার চোখে 

খেলছে আমার কাল 

আমি তোমার প্রথম পুরুষ 

মহাকালের তাল 


তোমার নামে আকাশ কিনে দেবো উপহার 

হলুদ নদী আচলে তোমার চোখে পদ্মহার 

একটা জীবন তোমাকে দেবো নেবো তোমার মন 

সময় যেমন তেমন মতো রবো আজীবন