কি যে সে ভাবে কি যে সে ভাবে
ভাবনার অন্তরালে
কি যে সে চায় কি যে সে চায়
তার চাওয়া সে ন জানে
ডান হাতে তার সোনার পৃথিবী
বাম হাতে তার সাগর
জলভরা সাগর মাঝি
চলে নৌকা চলে নাগর
কি যে সে চায় কি যে সে চায়
তার চাওয়া সে ন জানে
কি যে সে ভাবে কি যে সে ভাবে
ভাবনার অন্তরালে
ঠোঁটে তার মিটিমিটি হাসি
চোখে জল রাশি রাশি
চুলে তার মেঘকালো
আসমান দরিয়া ভরি
বলেও বলি না তারে
ভালোবাসি, ভালোবাসি
ভুলেও বলে না আমারে
চলো এক সাথে বাঁচি
চলো এক সাথে বাঁচি
এমন করে দিন যায়
রাত আসে মনের ছাদে
দুটি পাখি দুই ঘরে
বাকবাকুম বাকবাকুম ডাকে
এমনই করে দিন গেলে ভালো হত
এমনই করে দিন গেলে হত না ভালো
চলছে আষাঢ়ে আকাশ
মনে তার দোলদোল
পায়ে নুপূরে বাতাস
মেঘ করে পরপর
চাওয়া কাঁপে থরথর
আকাশের ঘর নাই
তবু তো তারে চাই
তবু তো তারে চাই
দুই পাখি দুই ঘরে
মন চায় দেহ পাড়ে
দেহ চায় ঘর
ঘরের ভেতর ঘর একা
আপনার ভেতর আপনি পর
পর পর চলছে খেলা
নীল আসে, বাড়ে বেলা
এমনই করে দিন যায়
কথা ভাসে বাতাসে
দুই পাখি দুই ঘরে
শোক পাখি আকাশে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন