মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
যেমন চরম কোন
মন থেকে একটি পাথরকে ভালবেসে দেখুন, কসম খোদার সেই পাথর মানুষ হয়ে আপনার পাশে দাঁড়াবে
সোমবার, ২৭ জুলাই, ২০২০
মেসেঞ্জারে নীল আকাশ
কি যে সে ভাবে কি যে সে ভাবে
ভাবনার অন্তরালে
কি যে সে চায় কি যে সে চায়
তার চাওয়া সে ন জানে
ডান হাতে তার সোনার পৃথিবী
বাম হাতে তার সাগর
জলভরা সাগর মাঝি
চলে নৌকা চলে নাগর
কি যে সে চায় কি যে সে চায়
তার চাওয়া সে ন জানে
কি যে সে ভাবে কি যে সে ভাবে
ভাবনার অন্তরালে
ঠোঁটে তার মিটিমিটি হাসি
চোখে জল রাশি রাশি
চুলে তার মেঘকালো
আসমান দরিয়া ভরি
বলেও বলি না তারে
ভালোবাসি, ভালোবাসি
ভুলেও বলে না আমারে
চলো এক সাথে বাঁচি
চলো এক সাথে বাঁচি
এমন করে দিন যায়
রাত আসে মনের ছাদে
দুটি পাখি দুই ঘরে
বাকবাকুম বাকবাকুম ডাকে
এমনই করে দিন গেলে ভালো হত
এমনই করে দিন গেলে হত না ভালো
চলছে আষাঢ়ে আকাশ
মনে তার দোলদোল
পায়ে নুপূরে বাতাস
মেঘ করে পরপর
চাওয়া কাঁপে থরথর
আকাশের ঘর নাই
তবু তো তারে চাই
তবু তো তারে চাই
দুই পাখি দুই ঘরে
মন চায় দেহ পাড়ে
দেহ চায় ঘর
ঘরের ভেতর ঘর একা
আপনার ভেতর আপনি পর
পর পর চলছে খেলা
নীল আসে, বাড়ে বেলা
এমনই করে দিন যায়
কথা ভাসে বাতাসে
দুই পাখি দুই ঘরে
শোক পাখি আকাশে
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
তুমির কত রং
একজন একদিন অনেক রাতে ফোন করে বলল "ভালবাসি"
তারপর চলে গেলে অনেক দূর
আমার কথাটুকু সে শুনল না
অনেকদিন পর তাকে খুঁজে পেলাম গোলাপ ফুলের গন্ধে শাপলা ফুলের ছন্দে
আমিও বললাম "ভালোবাসি"
আমার কথা সে বুঝলো না
দূরতম দ্বীপ সে
দূরতর দ্বীপ আমি
ঢেউয়ের মতো কাছে এসে
দুজনেই জলে বাঁচি
বুধবার, ১ জুলাই, ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ নামক রাষ্ট্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে বাংলাদেশের উচিত হবে তাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে পরম আনন্দে তার দেখভাল ও সেবাযত্ন করা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)