মঙ্গলবার, ২৬ মে, ২০২০

কতনাবাজি

এই ত ভালো যাচ্ছে যে দিন
চোখে বিশাল আকাশ
পাখি হয়ে উড়াল দিবো
পাইনা তেমন বাতাস
ঘরের ভেতর ঘর এখন
মনের ভেতর মন
একলা মানুষ একলা ঘরে
দূরে আপনজন
কথার ভেতর কথা বলার মানুষ তারা কই
করোনাধরা চুলার উপর মানুষ তারা খই
গাছের জীবন দেখে দেখে ভাবি এখন ভাবি
ফলের মতো ঝুলছে মানুষ পাইনা নড়ার চাবি
খেলছে শিশু ঘরের ভেতর
খাচ্ছে শিশু ঘরের ভেতর
ঘরের ভেতর রোবট জীবন
বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে
দোকানদারি বাঁশ কাফন
যাচ্ছে তো দিন যাচ্ছে ভালোই
গরীব হচ্ছে আরও গরীব
লকডাউন ফকডাউন
গরীব মরে
মরছে গরীব
করোনা ফোরোনা
সব শালারা ধনীর সুহৃদ
আর কতকাল আর কতকাল
প্রভেদ রবে আকাশ পাতাল
এবার গরীব বলতে শিখো
মানুষ আমি নয়তো চাতাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন