সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ছয় ঋতুর বাংলাদেশ

ছয় ঋতুর বাংলাদেশ
বসন্ত কাল ফিরে ফিরে আসে
গ্রীষ্মের কবরে সেও মিশে যায় এঁটেল মাটির দেশে
কুয়াশা আসে কুয়াশা যায়
তাপ আসে তাপ যায়
কনকনে শীত আসে শীতও চলে যায়
ছয় ঋতুর বাংলাদেশ
কদম কাঁঠাল গাছে গাছে
শাপলা শালুক জলে জলে
হাসে ভাসে ভেসে যায় নেচে যায়
ভাদ্রের ফাঁপরে সখিনার ঘুম নাই সখিনার ঘুম নাই
বর্ষার বৃষ্টি চালভাজা কৃষ্টি
জেলেদের জালে আসে ছোট মাছ কিছকি
বর্ষার জলও একসময় চুপচাপ ঠিকঠাক নির্বাক
সাগরের প্রেমে পড়ে নদীজল ভাঁটিফুল
নদীজল ভাঁটিফুল কোমরে তার নয়া বাক
কৃষকের ধানে বসে রৌদ্রের মাহি কাক
কাকের ঠোঁটে নামে ছায়ার কৃষ্ণালি হলা
ঋতুর জানালায় মানুষের উজান ভাঁটি চলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন