লাশের পর লাশ পরেছে এই বাংলার ঘরে
এখনও তুমি ঘুমাও যুবক নরম বিছানা ধরে
অভাগা বাংলা
গরীব চিন্তা—
বুঝে না এখনো কোথায় তাদের রোগ
গড্ডলিকা প্রবাহে জাতি বাড়ছে কেবল ভোগ
দল আসে
দল যায়
সবার মুখে খায় খায়
জনমানুষের লোকটা এখানে একেবারেই নাই
ভালো কথা— কথার কথার
গদিতে বসে বেঙের ছাতা
টাকা হলে চোরও নেতা
আর যারা তারা এখন ভদ্রলোকি প্রাণ
ভয়ে ভয়ে ভয়াবহ বেসুরো অসুর গান