বুধবার, ৫ মার্চ, ২০২৫

তোমরা যারা সুখে আছো



কাটাতারে ঝুলে আছে প্রেম

নৃত্য করেন 

আনন্দে নৃত্য করেন আরামের আয়োজনে 

আপনিও ঝুলে যাবেন আনন্দে— আনন্দের কাটাতারে 

আনন্দ থেকে প্রেম এনে যারা রান্না করে ইচ্ছা 

তাদের ইচ্ছায় বাগান বানায় মুক্তি— মুক্তিফুল ঘর করে রোজ

মুক্তিফুল ঘর করে রোজ তাদের ইচ্ছার বাগানে

সুগন্ধি তবলা বাজায় মনের সিথানে 

কাটাতারে দেশ থাকে

সংবিধান থাকে

পিস্তল বাহিনি থাকে

উন্নয়ন টুন্নয়ন— এসব যেনো কী— এসবও থাকে 

ডিপস্টেট— এগুলো যেনো কী— এগুলোও থাকে 

থাকে না কী?

বলো দেখি 

বলো 

এখনি বলো 

বহু অতীত দেনা হয়েছে কার্যের মার্জিন খাতায় 

বলো 

এখনি বলো— ঘুমভাবের পীড়িত মেধা 

কাটাতারে থাকে না কী!? 

জানি তুমি বলবে না

ঘুম তোমার ভাঙবে না 

কারন তুমি ঘুমাওনি 

ঘুমের টুপি পরে আছো দিবানিশি 

আর আমি!? 

কাটাতার উড়িয়ে দেবার অস্ত্রটা পেলে খুশি ☺