পাথরও জলে নেমে স্রোত হয়ে যায়
জীবননদী ভরে উঠে অযথা পানাই
পাথরও জলে নেমে স্রোত হয়ে যায়
জীবননদী ভরে উঠে অযথা পানাই
ঘুড়ি আকাশে উড়ছে
নাটাই হাতে ঘুরছে
ঘুড়ি কিছু সুতা নিয়ে একা একা
নাটাই কিছু সুতা নিয়ে একা একা
ঘুড়ি উড়ে উড়ে যাচ্ছে দূরে
নাটাই ঘুরছে আরও ঘুরছে আরও জুড়ে
বাতাসে বাতাসে ঘুড়ি
নাটাই যেনো হাতের চুড়ি
দুজন আলাদা পথ করেছে বুনন
দেখাদেখির বেড়েছে আয়তন বহুগুণ
মনের সাথে মনের কমেছে ওজন
দিয়েছো প্রেম অসীম
সে প্রেমে রেখেছো আবার দুনিয়াতালা
একতালা
দুইতালা
ছয়তালা
খুলে গেলে দুনিয়াতালা
হৃদয়ে আসে প্রেমের পালা
নরকের আগুন নিভু নিভু
প্রেমে তোমায় ডাকি
ডেকে ডেকে হয়রান হয় না কভু
তোমার স্মরণে শান্তি
বয়ে যায় শান্তি কলবে আমার
তুমি তো অধরার ধরা হে আমার প্রভু
চাই না জান্নাত— লোভের খামার
তোমারে আমার করো
আমারে তোমার
নদী মাটি ভালোবেসে ফুল হয়ে যাই
যারা যত ভালো আছে তাদের জানাই—
আকাশে মেঘ হলে জমিন ভাসে জলে
একা একা ভালো থাকা নয় কোনো কাজ
কাজের নামে জাতপাত আর ন চাই
রাধাসুখ বর্জনে
যৌথসুখে হাসে কানাই
বেদনার দ্বীপে থাকে কবিতারাজ
প্লাস্টিক মুখে কেনো ধরো প্রিয় অকালের সাজ?
একা একা বেচে গেলে মরে গেলে তুমি
তুমি তো জান না প্রিয় বানর স্মৃতিভূমি
শ্রমের কালে রাজা শিয়ালের লেজ
আর কত প্রজা হয়ে মানবে আদেশ?
ভালো থাকার অভিনয়ে আলো ঘরে জ্বলে
থোকা থোকা প্রেমসুখ যায় সরে সরে
সবার মনঘরে ফোটালে হৃদয়
মানুষের বাগানে মানুষের জয়