বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বাসুদেব অর্জুন কিংবা বাসুদেব

 অর্জুন— বাসুদেব, ইদানিং ব্রেইন কাজ করে কম,স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে মনে হচ্ছে।

বাসুদেব— রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে এক চামচ মধু খাবে।


প্রায় এক মাস বয়ে গেলো— অনেকগুলো রাত ঢুকে গেলো দিনের ভেতর— অনেকগুলো দিন ঢুকে গেলো রাতের ভেতর— জন্ম নিলো হাজারো ঘটনা হাজারো লেনদেন।


অর্জুন— বাসুদেব, আমার ব্রেইনের অবস্থা তো আগের চেয়েও খারাপ হচ্ছে


বাসুদেব— আচ্ছা 

অর্জুন— একটা পথ দেখান বাসুদেব 

বাসুদেব— মধু খেয়েছো নিয়মিত? 

অর্জুন— মধুতে ভেজাল, তাই খেজুর গুড় খেয়েছি, মধুও মিডা খেজুরের গুড়ও মিডা।

 

বাসুদেব— হা হা হা 


বাসুদেব— বাবুরে, বিষও তিতা, চিরতার জলও তিতা, তুমি নিশ্চয়ই চিরতার অভাবে বিষের প্রয়োজন অনুভব করবে না!?

অর্জুন— ভুল হয়েছে বাসুদেব, ব্রেইন ইদানিং একটু কম কাজ করছে তো

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

ওগো

 মনে একেছো তুমি প্রেমিকের খেয়াল 

চোখে রেখেছো ওগো ভাষার দেয়াল

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বাচো দীর্ঘশ্বাসে

 পড়তে যখন ইচ্ছে হলো 

পড়তে তুমি থাকো 

অসুখটুসুখ গায়ে তোমার ভালো করে মাখো 

ইচ্ছে এক দারুণ ব্যাপার 

সকাল বেলার পাখি 

ইচ্ছে হলে পালক কেটো 

কেটে নিও আখি 

কিচ্ছু হবেনা

রঙের দুনিয়া 

দেখবেনা 

উড়বেনা— এইটুকু আর কি!?

মন খারাপের দিনে বেদনাকে ডাকো

ইচ্ছে হলে বিষন্নতায় অহিনিশি থাকো

ভালো থাকা বাজে ব্যাপার 

তোমার সাথে যায়না

বাজার থেকে কিনে আনো অজুহাতের আয়না

তারপর এক সকাল দেখে মন খারাপের দেশে

সব প্রজাদের রাজা হয়ে বাচো দীর্ঘশ্বাসে