বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মেঘনামা

 হে চাঁদ— মেঘের ☁ গতরে যখন তুমি জোছনা মাখো— আমার গতরে তখন অন্ধকারের মেঘ

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

জলের মতো একা সে চলে

 বুঝালো সে 

বুঝলাম শেষে 

মেঘের আড়ালে মেঘ পাতার দেশে 

জলের মতো একা সে চলে।।


দোলে দোলে চলে 

পলে পলে বলে 

বাতাস গায়ে তার আকাশ মেখে 

নীরব চোখে গোপনে দেখে।।


ডাকে না কথায় 

ইশারায় বলে 

ফুলের শহরে যেমন গন্ধ মিলে 

নদীর স্রোতে সাগরে মিলে।।


হাসিতে তার বাশি বাজে 

সুরের পালে নুরের তালে 

নদীর স্রোতে সাগরে মিলে।।