অন্ধকার তীব্র হলে মোমবাতির আগুনও কাজে লাগতে শুরু করে, অন্ধকার আরো তীব্র হলে দিয়াশলাইয়ের কাঠি হয়ে ওঠে মানুষের আরেক নাম
চিন্তার রক্তে লালিত পালিত হয়ে স্বাধীনতা লাভ করে শব্দ, স্বাধীন শব্দ থেকে জন্ম নেয় কবিতা