সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আরোহী ঠোঁট

 

বিষাদমাখা গাছ— বিষ ছাড়ে বাতাসে 

তার ছায়ায় মন যেনো না যায় আমার 

বিষাদমাখা রোদ— তাপ ছাড়ে ছায়াতে 

তার ছায়ায় শরীর যেনো না মিশে তোমার

নরম তুলো হয়ে

শীতের তুলতুলে রোদ হয়ে 

বসন্তের তুমুল মিষ্টি বাতাস হয়ে

পেছনে ফেলে গরম হাওয়া— দিনে কিংবা রাতে

ভুলে গিয়ে শ্মশান চোখ— ঘরে কিংবা বাইরে 

বসো আমার চোখে 

বসো আমার ঠোঁটে 

বসো আমার শরীরে

শরীরের ঢালে ঢালে পাতায় পাতায় বসো

পাপ করতে ভয় পেলে— দূরে থাকো

ফেরেশতা হতে চায়লে— কাছে আসো 

দূরে থাকা— কাছে আসা

কাছে আসা— দূরে থাকা'র ঠিক মাঝখানে

                      ঠিক মাঝখানে ঝুলে থাকে মানুষ 

মানুষ হয়ে ঝুলে আছে মানুষ শীতের কারাগারে

ঠোঁট আমার হয়েছে আরোহী তোমার পাহাড়ে

আরোহী ঠোঁটে বৃষ্টি মেখে যাও আরও গভীরে

সাতারে মাতাল হও কবুল সাগরে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন