শনিবার, ৮ জুন, ২০২৪

ভালোবাসি পুরোপুরি

 ভালো বাসাবাসি— পুরাতন কথা

এসো আমরা নতুন হই 

শরীরের পিরামিডে গল্পের নদী  

শিশুর হাতে জমা রাখা নতুন বই 

গল্পের মাটিতে রোপণ করি আশা 

পাতার সবুজে বানাই কপোত-কপোতী বাসা 

ফসলের স্রোতে ভেসে আসা হাসি অনাবিল চাষা 

চোখে রাখি পাগলা নদী 

ঠোঁটের নালায় তিতাসের জল

পানা দুজন ভেসে যাই যাযাবর দল 

ভেসে ভেসে যাই 

হেসে হেসে পাতার ঘরে সবুজ সাজাই 

রোদে তাপে বৃষ্টি

মনেধরা সৃষ্টি 

নতুনে নতুনে আরও নতুন হই 

না বলি অবলা কথা

গাছের শেকড়ের গভীর ব্যথা 

দেখাজন্ম যথাতথা

বোঝাপড়া হোক ভালো 

শরীরের স্রোতে ডুবে থাকি— পানকৌড়ি আলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন